যশোরে গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ


সংবাদদাতা, যশোর প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২১, ৯:৪২ পূর্বাহ্ন / ৪৮৩
যশোরে গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ

যশোর কালেক্টরেট চত্বরে গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।

রোববার (৭ ফেব্রুয়ারী) সকালে সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সম্মিলিত উদ্যোগে গ্রাম পুলিশদের মধ্যে এই বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) তমিজুল ইসলাম খান।

১৫ টি ইউনিয়নের ৭৫ জন গ্রাম পুলিশের মধ্যে এই বাইসাইকেল বিতরণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, শাহারুল ইসলাম, আব্দুল আজিজ, এহসানুর রহমান লিটু, আব্দুল মান্নান মুন্না, সিরাজুল ইসলাম, নাসরিন সুলতানা খুশি ও নাজনীন নাহার।