যশোরের শহরতলীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আমিনুল ইসলাম সজল নামে এক টাইলস ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (০৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় শহরের খোলাডাঙ্গা এলাকায় সার গোডাউনের পেছনে এ ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম সজল খোলাডাঙ্গা এলাকার আজিজুল ইসলাম মিন্টু মুন্সির ছেলে।
জানা গেছে, নিহত সজলের খোলাডাঙ্গা এলাকায় একটি টাইলসের দোকান রয়েছে। সন্ধ্যা ৭টায় সার গোডাউনের পেছনে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তাকে গতিরোধ করে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একটি সূত্রে জানা গেছে, খোলাডাঙ্গা রেললাইনের পাশে এলাকায় একটি জমি নিয়ে স্থানীয় সন্ত্রাসী কামরুলের সঙ্গে তার বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, কামরুল গংরা তাকে হত্যা করতে পারে।
যশোর জেনারেল জেনারেল হাসপাতালের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলি হাসান বলেন, মৃতের শরীরে কমপক্ষে ১০টি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।
যশোর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশ ও ডিবির একটি টিম আসামিদের ধরতে অভিযান শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড। তবে পুলিশ বিভিন্ন বিষয় থেকে তদন্ত করছে।
আপনার মতামত লিখুন :