যশোরে পুলিশের কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
সংবাদদাতা, যশোর
প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২১, ৭:৩১ পূর্বাহ্ন /
৫৭৪
পুলিশ সদস্যদের কম্পিউটারের উপর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১ অক্টোবর-২০ যশোর পুলিশ লাইন্সে এক মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের চতুর্থ ব্যাচের সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ জানুয়ারী) বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে (নতুন) সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে কম্পিউটারের উপর দক্ষতা অর্জন সূচক সার্টিফিকেট প্রদান করেন যশোর পুলিশ সুপার ও কোর্সের উদ্যোক্তা মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম।
পুলিশ সুপার বলেন, বর্তমান পেক্ষাপটে কম্পিউটারের উপর দক্ষতার কোনো বিকল্প নেই, এই কথা চিন্তা করেই আমার অধীনস্থ সকল পুলিশ সদস্যদের কম্পিউটারের উপর অধিক দক্ষ ও চৌকস পুলিশ সদস্য হিসাবে গড়ে তোলার লক্ষ্যেই আমরা জেলা পুলিশ যশোর এই উদ্যোগ গ্রহণ করেছি।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (সদর) মোহাম্মদ অপু সরোয়ার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
আপনার মতামত লিখুন :