যশোরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


লোটাস আহমেদ শুভ, যশোর প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২১, ৭:০০ পূর্বাহ্ন / ২৮৮
যশোরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

যশোর শহরে যুব ফোরাম সদস্যদের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৭জানুয়ারী) মধ্যরাতে, রাস্তার পাশে শুয়ে থাকা গরীব অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরন করা হয়।

কম্বল বিতরেণের সময় উপস্থিত ছিলের আইইডি যশোর কেন্দ্রর ব্যবস্থাপক বীথিকা সরকার ও আইইডির যুুুব ফোরাম যশোর এর সদস্যরা।

যশোর আইইডি অফিস, সদর হাসপাতাল, রেলস্টেশন, শেখ রাসেল চত্বরে  কম্বল বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়।

কম্বল দিয়ে সহযোগিতা করেছেন যশোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন (পিপিএম)।