যশোরে শীতার্ত মানুষের পাশে “হাসি-মুখ” সংগঠন
সংবাদদাতা, যশোর
প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২১, ৩:১৯ অপরাহ্ন /
১২২
যশোরের হাসি-মুখ কর্তৃক আয়োজিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ প্রোগ্রামটি বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
“শীতের উষ্ণতা নিয়ে সবার আগে, হাসিমুখ থাকবে শীতার্তদের পাশে” এই স্লোগানকে সামনে রেখে যশোরের জনপ্রিয় সামাজিক সংগঠন ” হাসি-মুখ ” ১০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
এতে প্রধান অতিথি ছিলেন যশোর প্রেসক্লাব সভাপতি জনাব জাহিদ হাসান টুকুন।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক গ্রামের কাগজ সম্পাদক জনাব মবিনুল ইসলাম মবিন।
উপস্থিত ছিলেন যশোর প্রেসক্লাব সহ-সভাপতি মো: নূর ইসলাম এবং কপোতাক্ষ লায়ন্স আই এন্ড ডায়াবেটিক হসপিটাল, যশোর এর চেয়ারম্যান শফিকুল ইসলাম, সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারহান কাশেম অয়ন, সাধারন সম্পাদক সাদমান ফেরদৌস উৎস, সহ-সাধারন সম্পাদক মেজবাউর রহমান, নির্বাহী সদস্য মুরসালিন হাবিব, রাবেয়া খাতুন, ইয়ান্তি অতিথী, সৈয়দ আল আমিন আবিদ, রাবেয়া খাতুন, লিনতা শেখ, মাইমুনা মিম, প্রিয়া ইসলাম, আব্দুস সালাম লিওন, জাহিদ হাসান সানি, সোহেল রানা সহ সংগঠনের সকল উপদেষ্টামন্ডলী।
“হাসি-মুখ” সংগঠন “আর্ত মানবতার সেবায় উম্মোচিত এক নতুন দিগন্ত” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এগিয়ে যাচ্ছে।” হাসি-মুখ ” সংগঠন এছাড়া ও বিভিন্ন ধরনের মানব কল্যাণ মূলক কাজ করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :