যশোরে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান


সংবাদদাতা, যশোর প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২১, ১:২৫ অপরাহ্ন / ১৪৬
যশোরে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
যশোর ২৫০ শয্যা হাসপাতালে সেনাবাহিনীর ২০ সদস্যের একটি টিম রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন।
বুধবার (২০ জানুয়ারী) যশোর সেনানিবাসের ৭১ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেঃ কর্নেল ফাতেমা জেরিন খান এমডি মেডিকেল টিমের নেতৃত্ব দেন।
লেঃ কর্নেল ফাতেমা জেরিন খান এমডি বলেন, যশোর ২৫০ শয্যা হাসপাতালের বর্হিবিভাগে সরকারি সময়সূচি অনুযায়ী সকাল সাড়ে ৮টার পর থেকে বেলা আড়াইটা পর্যন্ত চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়েছে। ৩ জন মেডিকেল অফিসার, ১ জন সহকারী সার্জন (সার্জারী), ১ জন চর্ম ও যৌন বিশেষজ্ঞ মিলে ২০ সদস্যের একটি টিম এ হাসপাতালে চিকিৎসা সেবা দিয়েছেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে বছরে একবার শীতকালীন মহড়ায় ফিল্ড হসপিটালের মাধ্যমে বেসামরিক জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়। ফিল্ড মহামারী করোনা ভাইরাসের কারণে এ বছর পল্লী অঞ্চলে ফিল্ড হসপিটালে সেবা দেয়া হয়নি। এ প্রোগ্রামের অংশ হিসেবে বিভিন্ন জেলা হসপিটাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেসামরিক জনগণের এক মাস ফ্রি চিকিৎসা দেয়া হচ্ছে। ইতোমধ্যে বাঘারপাড়া, কেশবপুর, ঝিকরগাছা, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিকিৎসা সেবা দেয়া হয়েছে। সর্বশেষ যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়।
ফরিদপুরে টিম কাজ করছে জানিয়ে লেঃ কর্নেল ফাতেমা জেরিন খান এমডি, বলেন, গত ২৭ ডিসেম্বর ফিল্ড হসপিটালের চিকিৎসা সেবা দেয়া শুরু হয়েছে। আজ (২১ জানুয়ারি) ফ্রি চিকিৎসা ক্যাম্প শেষ হয়।