যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টস অ্যাডুকেশন অ্যাওয়ার্ড আর্জন করেছে চট্টগ্রামের বাশঁখালীর সন্তান ওয়ারিশা আলম।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে (১১ জুন) কমনওয়েলথ এভেনিউ এলিমেন্টারী স্কুলে আয়োজীত অনুষ্ঠানে তাকে অ্যাওয়ার্ডন ও সার্টিফিকেট প্রদান করা হয়।
ওয়ারিশা চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী আইটি বিশেষজ্ঞ আহিদুল আলমের মেয়ে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত এই চিঠি ও সনদ যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের কাছে আকাঙ্খিত হিসেবে বিবেচিত।
এছাড়া ও বাঁশখালীর মেয়ে ওয়ারিশা যুক্তরাষ্ট্রের এ্যাডুকেশন ডিস্ট্রিক্ট মনোনীত ম্যাগনেট স্কুল থমাস স্টার কিং মিডল স্কুলে ভর্তির সুযোগ পেয়েছেন।
বলা বাহুল্য যে, ম্যাগনেট স্কুল গুলোতে বিশেষ বিশেষ মেধাবী ছাত্র ছাত্রীদের ভর্তি করানো হয়।
ওয়ারিশা জানায়, আমি সবার কাছে দোয়া চাই, যাতে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি।
আপনার মতামত লিখুন :