যে ইস্যুতে উত্তপ্ত গাজায় যুদ্ধবিরতির আলোচনা


আন্তর্জাতিক ডেস্ক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৪, ৪:৪০ অপরাহ্ন /
যে ইস্যুতে উত্তপ্ত গাজায় যুদ্ধবিরতির আলোচনা

কাতারের রাজধানী দোহায় চলছে গাজা যুদ্ধবিরতির আলোচনা। তবে ইসরায়েল একটি পুরনো ইস্যুকে টেনে আনায় উত্তপ্ত হয়ে উঠেছে এই আলোচনা।

হামাসের একটি সূত্র জানায়, ইসরায়েল আলোচনায় নতুন কিছু দাবি যুক্ত করেছে। এরমধ্যে অন্যতম একটি হল- তারা গাজায় ১০ বছর আগে নিহত দুই সেনার মরদেহ ফেরত চায়। ২০১৪ সালে গাজায় আগ্রাসন চালাতে গিয়ে নিহত হন ওরন শল এবং হাদার গোল্ডিন নামের দুই সেনা।

অপরদিকে হামাস জানিয়েছে, যতক্ষণ ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না ততক্ষণ কোনও চুক্তিতে রাজি হবে না তারা। যদিও ইসরায়েল হামাসের এই দাবি প্রত্যাখ্যান করেছে।

হামাসের ওই সূত্রটি সৌদির সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদিদকে বলেছেন, “আলোচনার টেবিল উত্তপ্ত হয়ে উঠেছে। হামাসের অবস্থান দৃঢ়, আমরা ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করব না যেটির জন্য তারা চাপ দিচ্ছে।”

সূত্রটি আরও জানিয়েছে, আলোচনায় ইসরায়েলের প্রতিনিধিরা বারবার জানতে চেয়েছেন- হামাসের সামরিক শাখার দ্বিতীয় শীর্ষ কমান্ডার মারওয়ান ঈসা নিহত হয়েছেন কিনা। তবে হামাসের প্রতিনিধিরা বিষয়টি নিশ্চিত করেননি।

হামাসের সূত্রটি প্রশ্ন করেছেন, ইসরায়েল দাবি করে গাজায় কি হচ্ছে তার সবই তারা জানে। তাহলে মারওয়ান ঈসা নিহত হয়েছেন কি না সেটি নিশ্চিত হতে কেন হামাসের প্রতিনিধিদের কাছে তারা জিজ্ঞেস করছে?

এদিকে আলোচনা শেষে কাতার ছেড়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র বিল বার্নস, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়াসহ অন্যরা। তারা আলোচনার ব্যাপারে ঊর্ধ্বতনদের অবহিত করবেন।