অভিযাত্রিক সাহিত্য-সংস্কৃতি সংসদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে রঙ্গপুর সাহিত্য পরিষদ হলরুমে শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার ও সমাজ সেবক আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কলম সৈনিক রানা মাসুদ, রংপুর মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন লাভলী। সভাপতিত্ব করেন অভিযাত্রিক সহ-সভাপতি তৈয়বুর রহমান বাবু। পরিচালনা করেন অভিযাত্রিক সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম।
উপস্থিত ছিলেন অভিযাত্রিক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সহ- সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাহিত্য সম্পাদক এস এম শহীদুল আলম, সদস্য খালিদ সাইফুল্লাহ, ফজলে রাব্বি, কবিরাজ ইসমাইল মোল্লা, আহসান লাবিব, রায়হান আহমেদ রিমন, অভিযাত্রিক সংগীত একাডেমির পরিচালক ফারহান শাহিল লিয়ন, মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন প্রমুখ। কম্বল বিতরণ শেষে অভিযাত্রিকের ২১৯৮ তম নিয়মিত সাপ্তাহিক আসর অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :