রংপুর সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ডে রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু’র পক্ষে কম্বল বিতরণ করা হয়েছে। এলাকার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাসেম বিন জুম্মন।
বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট আতিক উল আলম কল্লোল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এরশাদুল হক রঞ্জু, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ তহিদুল ইসলাম তুহিন, গংগাচড়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মাহমুদুল ইসলাম রানাসহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মামুনার রশীদ মানিক মাষ্টার।
আপনার মতামত লিখুন :