রংপুরে একই শিক্ষক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে একই বিষয়ে এক সাথে চাকরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার মধ্যে একটি বিদ্যালয়ে তিনি এমপিওভুক্ত হয়েছেন। দুই প্রতিষ্ঠান থেকেই তিনি বেতনভাতা উত্তোলন করছেন। এ অবস্থা চলছে কয়েক বছর ধরে। এনিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনেকের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
জানা গেছে, রংপুর চেম্বার পরিচালিত আরসিসিআই স্কুল এন্ড কলেজে গণিত বিষয়ে শিক্ষকতা করছেন মাসুদ রানা নামে এক শিক্ষক। ওই প্রতিষ্ঠানে তিনি এমপিওভুক্ত হয়েছেন। ওই শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি তিনি পার্বতীপুর খোলাহাটি ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজেও গণিত বিষয়ে পাঠদান করছেন।
এ বিষয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, এমপিওভুক্ত হওয়ার পর একজন শিক্ষক কিভাবে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন বুঝে আসেনা। বিষয়টি তদন্ত করলে আরসিসিআইয়ের অনেক দুর্নীতি প্রকাশ হয়ে পড়বে।
শিক্ষক মাসুদ রানা দুটি প্রতিষ্ঠানে শিক্ষকতার বিষয়টি স্বীকার করে বলেন, আমি খুব দ্রুত একটি প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দিব।
তিনি আরও বলেন, খেলাহাটি ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজে সুযোগ-সুবিধা বেশি ওখানেই স্থায়ী ভাবে চাকরি করার ইচ্ছা রয়েছে।
আরসিসিআই স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আব্দুল জলিল বলেন, মাসুদ রানা তার প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক। তিনি অংক বিভাগে শিক্ষকতা করছেন।
আপনার মতামত লিখুন :