রংপুরে গৃহবধূকে ধর্ষণ : থানায় মামলা


রিয়াজুল হক সাগর, রংপুর প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২১, ১:৩০ অপরাহ্ন / ১৯৫
রংপুরে গৃহবধূকে ধর্ষণ : থানায় মামলা

রংপুর নগরীর সাহেবগঞ্জ এলাকায় অস্ত্র ঠেকিয়ে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হারাগাছ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারী) ভোর রাতের এই ঘটনায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার পারেনি।

ধর্ষণের শিকার গৃহবধুর দিনমজুর স্বামী জানান, তার স্ত্রীকে বেশকিছু দিন ধরে মোরশেদুল নামে এক বখাটে যুবক নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। বুধবার রাতে এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন মৃত আত্মীয়ের বাড়িতে যান। এই সুযোগে বৃহস্পতিবার ভোর রাতে মোরশেদুল ওই বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ওই গৃহবধূকে ধর্ষণ করে। ওই সময় নির্যাতিতার স্বামীসহ অন্যান্যরা বাড়িতে ফিরে এসে দরজা খুলতেই ঘটনা দেখে ফেলে। তারা মোরশেদুলকে ধরতে গেলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সে পালিয়ে যায়।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্যাতিতাকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নির্যাতিতা গৃহবধূর স্বামী বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত মোরশেদকে ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।

এদিকে ধর্ষক মোরশেদুল ধর্ষণের শিকার গৃহবধুর স্বামীকে মারধর ও মামলায় জড়ানোর হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন।