রংপুরে ছড়া সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


রিয়াজুল হক সাগর, রংপুর প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২০, ৬:০২ পূর্বাহ্ন / ৪৪৩
রংপুরে ছড়া সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনের মধ্যদিয়ে ছড়া সংসদ রংপুরের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষকী পালিত হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রঙ্গপুর সাহিত্য পরিষদ হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য পত্রিকা মৌচাক এর প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল, বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন লাভলী, জাতীয় কবিতা পরিষদ রংপুর এর সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু, ছড়া সংসদ রংপুরের উপদেষ্টা ছড়াকার ও গীতিকার এস এম খলিল বাবু। সভাপতিত্ব করেন ছড়া সংসদ রংপুরের সভাপতি সাঈদ সাহেদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ছড়া সংসদ রংপুরের সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন।

বক্তব্য রাখেন ছড়া সংসদ রংপুরের সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান, সহ-সভাপতি এটিএম মোর্শেদ, দপ্তর সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কবিরাজ ইসমাইল মোল্লা, সরকার বাবলু, নাজিরা পারভীন, ইরশাদ জামিল, কামরুজ্জামান দিশারী, আতাউর রহমান লিটন, বিপ্লবী কবি হায়াত মাহমুদ মানিক, ছান্দসিক সাধারণ সম্পাদক মমিন উদ্দিন পাটোয়ারী, মৌচাক উপদেষ্টা সাহিনা সুলতানা, জাহিদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ছড়া সংসদ রংপুর এর প্রধান উপদেষ্টা মরহুম একেএম শহীদুর রহমান বিশুসহ ১৯৭১, ১৯৭৫ সালে নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভা শেষে সাহিত্যে বিশেষ অবদান রাখায় অধ্যাপক সোহরাব দুলালকে সৈয়দ শামসুল হক ছড়া সম্মাননা ও ছড়াকার প্রকৌশলী দেলোয়ার হোসেনকে নূরুল ইসলাম কাব্যবিনোদ ছড়া সম্মাননা ২০২০ ও সম্মাননা প্রাপ্তদের অর্থ সম্মানা প্রদান করা হয়।

পরে সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। ছড়া সংসদ রংপুরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদ জানান ছড়াকাররা।