রংপুরে শীতে আগুন পোহাতে গিয়ে এক অন্তঃসত্ত্বা নারীসহ দুই নারী মারা গেছেন। তাঁদের একজন লিজা বেগম (২২)। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। অন্যজন খেজমতি রানী (৬০)।
সোমবার (১৮ জানুয়ারি) রোববার রাতে রংপুর মেডিকেল কলেজের ( রমেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।
এছাড়া রংপুর বিভাগের বিভিন্ন স্থানে আরও আটজন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গেছে। লিজার বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায়। রোববার বিকেলে শীত নিবারণে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গেলে তাঁর শাড়িতে আগুন লেগে শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়। তাঁকে রমেকে ভর্তি করা হলে রাতেই তিনি মারা যান।
এদিকে খেজমতি রানীর বাড়ি লালমনিরহাট জেলার সদর উপজেলায়। তিনিও শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন। এসময় তাঁর শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়। সোমবার সকালে রমেকে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর তিনিও মারা যান।
রমেকের বার্ন ইউনিটের চিকিৎসক আবদুল হামিদ গণমাধ্যমকে বলেন, সোমবার দুপুর পর্যন্ত শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে আরও আটজন রোগী ভর্তি আছেন।
আপনার মতামত লিখুন :