রংপুরে বিজয় দিবসে সাহিত্য সংগঠনের শ্রদ্ধাঞ্জলী


রিয়াজুল হক সাগর, রংপুর প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২০, ২:০৮ অপরাহ্ন / ৩৮৯
রংপুরে বিজয় দিবসে সাহিত্য সংগঠনের শ্রদ্ধাঞ্জলী

মহান বিজয় দিবস উপলক্ষে সাহিত্যে কাগজ মৌচাক, ছড়া সংসদ রংপুর ও অভিযাত্রিকসহ বিভিন্ন সাহিত্য সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন। বুধবার (১৬ ডিসেস্মবর) সকাল ১০ টার পর থেকে বিভিন্ন সাহিত্য সংগঠন রংপুরের কেন্দ্রীয় শহিদ মিনারে একাত্তরের শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধাঞ্জলী জানান।

সাহিত্য পত্রিকা মৌচাকঃ

মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে সাহিত্য পত্রিকা মৌচাক এর প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।

উপস্থিত ছিলেন মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন, উপদেষ্টা সাহিনা সুলতানা, সাঈদ সাহেদুল ইসলাম, কলম সৈনিক রানা মাসুদ, কবি জাহিদ হোসেন, কবি মইনুল ইসলাম, মৌচাক পরিবারের সদস্য এটিএম মোর্শেদ, হাই হাফিজ, মাসুদ বশির, ফজলে রাব্বী, মৌচাক সহ সম্পাদক কবিরাজ ইসমাইল মোল্লা, কবি শাহাজান আলী মন্ডল প্রমুখ।

ছড়া সংসদ রংপুরঃ

মহান বিজয় দিবস উপলক্ষে ছড়া সংসদ রংপুরের সভাপতি সাঈদ সাহেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবনের নেতৃত্বে সকাল সাড়ে ১০ টায় শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন মৌচাক প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল, উপদেষ্টা সাহিনা সুলতানা, কলম সৈনিক রানা মাসুদ, কবি মাসুদ বশির, কবি মজনুর রহমান, ছড়া সংসদ রংপুরের সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান, সহ-সভাপতি এটিএম মোর্শেদ, সাংগঠীনক সম্পাদক জাকির আহমদ, কার্যকরী সদস্য হাই হাফিজ ও ছড়া সংসদ রংপুরের সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন।

অভিযাত্রিকঃ

মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে অভিযাত্রিক এর রানা মাসুদ ও সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম এর নেতৃত্বে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। মৌচাক প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল, কবি মাসুদ বশির, কবি শাহাজান আলী মন্ডল, কবি মইনুল ইসলাম, কবি মমতাজুর রহমান বাবু, মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন প্রমুখ।

বিভাগীয় লেখক পরিষদ রংপু:

মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে বিভাগীয় লেখক পরিষদ রংপুরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় লেখক পরিষদ রংপুরের সভাপতি কাজী মোঃ জুননুন, সাধারণ সম্পাদক জাকির আহমদ, মৌচাক প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল, কলম সৈনিক রানা মাসুদ, কবি সুলতান তালুকদার, কবি মজনুর রহমান, অভিযাত্রিক যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন, কবি মইনুল ইসলাম প্রমুখ।

ফিরে দেখা :

মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে ফিরে দেখা সংগঠনের সম্পাদক সাকিল মাসুদ এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ রংপুর জেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধ কমরেড শাহাদত হোসেন, ফিরে দেখার উপদেষ্টা রেজাউল করিম মুকুল, এএইচ এম হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, নাট্যব্যক্তিত্ব আতোয়ারুজ্জামান লাঞ্চু, কবি ড. সুলতান তালুকদার প্রমুখ।

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদঃ

মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ এর উদ্যোগে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। শ্রদ্ধাঞ্জলী শেষে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি স্বাত্বিক শাহ আল মারুফ এর সভাতিত্বে বক্তব্য রাখেন রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ এর উপদেষ্টা ডাঃ মফিজুল ইসলাম মান্টু, প্রফেসর মোহাম্মদ শাহ আলম, এইচএম হাবিবুর রহমান, রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ এর হেলেন আরা সিডনি, মাহমুদা বেগম, মাহবুব হোসেন মারুফ, ডাঃ সমর্পিত ঘোষ তানিয়া প্রমুখ।