রংপুরে মুড়ি কারখানায় অভিযান : ২০ হাজার টাকা জরিমানা


রিয়াজুল হক সাগর, রংপুর প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২১, ১:৫১ অপরাহ্ন / ৫১৫
রংপুরে মুড়ি কারখানায় অভিযান : ২০ হাজার টাকা জরিমানা

রংপুর নগরীতে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরির কারখানাগুলোতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। এসময় দুইটি মুড়ি কারখানার মালিককে জরিমানা করেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা’র নেতৃত্বে মাহিগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিসিএসটিআই এর অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশের দুইটি মুড়ি কারখানা পাওয়া যায়। বিএসটিআই এর অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরির দায়ে দুইটি কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ইবাদত মানিক ও মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।