রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ ২জনকে আটক করেছে। রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে কোতয়ালী থানাধীন ১৭ নং ওয়ার্ডস্থ রামপুরা জনৈক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম পিতাঃ মোঃ আব্দুল করিম এর বসতবাড়ি হতে অনুমান ৫০ গজ দক্ষিণে চলাচলের পাকা রাস্তার উপর থেকে সন্দেহভাজন ২ জন ব্যক্তির দেহ তল্লশীকালে শরীরের সাথে বিশেষ কৌশলে লুকানো সাদা পলিথিনে মোড়ানো ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ এনামুল হক পিচু (২৯), পিতা-মৃত আব্দুল হামিদ, সাং- রামপুরা মসজিদ সংলগ্ন এবং মোঃ আব্দুল জলিল লিটন (৪০), পিতা- মোঃ নূরু মিয়া, সাং- রামপুরা পুকুর সংলগ্ন, উভয় ওয়ার্ড- ১৭, থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়।
উল্লেখ্য যে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ধরনের অবৈধ কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আরপিএমপি গোয়েন্দা বিভাগ (ডিবি) টিমের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :