সাম্প্রতিক সময়ে রংপুর মেট্রোপলিটন এলাকায় একটি মোবাইল চোর চক্রের দৌরাত্ম্য পরিলক্ষিত হচ্ছিল। ফলে মোবাইল চুরি সংক্রান্ত বিভিন্ন অভিযোগের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছিল।
এ সকল অভিযোগ এবং এলাকাবাসীর বিভিন্ন তথ্যের ভিত্তিতে র্যাব-১৩ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে একটি সংঘবদ্ধ চোর চক্রের তথ্য পাওয়া যায়।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল রবিবার (২১ জুলাই) বিকালে রংপুর জেলার তাজহাট থানাধীন মর্ডাণ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় চোর চক্রের সদস্য গাইবান্ধার নির্মল চন্দ্র বিশ্বাস (৫৭), রংপুরের মোঃ জয়নাল আবেদীনকে (৫২) গ্রেফতার করে।
একই দিন বিকালে রংপুর জেলার তাজহাট থানাধীন তালুক তামপাট মোগলের হাট শান্তি পাড়া এলাকায় অভিযান
পরিচালনা করে রংপুরের নুর আলম সিদ্দিক মানিককে (৪৫) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন, ১৩টি সীমকার্ড এবং নগদ এক হাজার পাচঁমত চল্লিশ টাকা
উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মোবাইল চুরির সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
র্যাব বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে তাজহাট থানায় একটি চুরি মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :