রংপুরে ছড়া সংসদ রংপুরের প্রধান উপদেষ্টা, প্রখ্যাত ছড়াকার, শিশু সাহিত্যিক, সাংবাদিক রফিকুল হক দাদুভাই এর ৮৫ তম জন্মদিন নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
শুক্রবার (৮ জানুয়ারি) ছড়া সংসদ রংপুর উদ্যোগে সন্ধ্যায় পাবলিক লাইব্রেরি হলরুমে জন্মদিন পালন করা হয়। রফিকুল হক দাদুভাই এর ৮৫ তম জন্মদিন উপলক্ষে তাঁর জীবনকর্ম নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় ছড়া সংসদ রংপুর এর সভাপতি সাঈদ সাহেদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক ড.শাশ্বত ভট্টাচার্য, অভিযাত্রিক ভারপ্রাপ্ত সভাপতি লায়ন রানা মাসুদ, কবি বাদল রহমান, ছড়াকার প্রকৌশলী দেলোয়ার হোসেন, কবি মমিন উদ্দিন পাটোয়ারী, অভিযাত্রিক সহ-সভাপতি কবি সালমা সেতারা, ছড়া সংসদ রংপুর এর উপদেষ্টা তৈয়বুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, প্রচার সম্পাদক মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক ফজলে রাব্বি, কার্যকরি সদস্য হাই হাফিজ, কবি মাসুদ বশীর, কবি হায়াত মাহমুদ মানিক, গল্পকার নাহিদা ইয়াসমিন, কবি সিরাজুন নাহার সাথী, কবি সাহিনা সুলতানা, হাসান ইকবাল, বজলুর রশিদ, মইনুল ইসলাম, রোমানুর রহমান, সাংবাদিক নুর হাসান চান প্রমুখ।
সঞ্চালনা করেন ছড়া সংসদ রংপুরের সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন।
আলোচনা শেষে কেক কাটা হয়।
পরে রফিকুল হক দাদুভাই এর দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনাা করে দোয়া করা হয়।
আপনার মতামত লিখুন :