রংপুরে হারাগাছ পৌর এলাকার সালিস-বৈঠকের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় মাতব্বর আব্দুল হালিমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে।
বুধবার (৬ জানুয়ারি) ভোরে রংপুর মহানগর পুলিশের গণমাধ্যম শাখার প্রধান ও এডিসি (ডিবি) উত্তম প্রসাদ পাঠক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আব্দুল হালিমের মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর থানায় পাঠানো হয়। সালিস বৈঠকটি যেখানে বসেছিল, সেটি লালমনিরহাট সদর থানার অন্তর্ভুক্ত হওয়ায় সেখানেই মামলা হবে। রাতে তিস্তা নদীর চর টাংরির বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
রংপুরের হারাগাছ পৌরসভার কাউন্সিলর মামুনুর রশিদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হারাগাছ পৌর এলাকার টাংরির বাজারে ফজলুর রহমান ও চান মোহাম্মদের মধ্যে সালিস শেষ করে পাশের একটি হোটেলে বসেন আব্দুল হালিম। এ সময় ফজলুর রহমানের লোকজন সেখান থেকে তাকে ধরে নিয়ে গিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।
এরপর একটি অটোরিকশায় করে তাকে হারাগাছের বাড়িতে পাঠিয়ে দেয় তারা। মুমূর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা রংপুর মেডিক্যাল নেয়ার পথেই মারা যান হালিম। আব্দুল হালিম হারাগাছের একটি বিড়ি ফ্যাক্টরির মালিক। তামাক কেনাবেচার জের ধরে ফজলুর ও চাঁনের সঙ্গে তার পরিচয় ছিল। এর সূত্র ধরেই এ হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
Leave a Reply