রংপুরে হামলা ও ভাঙচুর ঘটনায় মামলা


রিয়াজুল হক সাগর, রংপুর প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২১, ৮:০৪ পূর্বাহ্ন / ১১৫
রংপুরে হামলা ও ভাঙচুর ঘটনায় মামলা

রংপুরের কাউনিয়ায় হারাগাছ পৌরসভা নির্বাচনে উপজেলা চত্বরে দোকান ভাঙচুর ও আওয়ামী লীগের নেতার উপর হামলা এবং আইন শৃঙ্খলা অবনতি করার প্রচেষ্টার ঘটনায় কাউনিয়া থানায় মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাসুমুর রহমান মাসুম।

তিনি বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিক পলাশ বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) রাতে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে হারাগাছ পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছিল। এ সময় আওয়ামীলীগ দলীয় প্রার্থী ও বর্তমান মেয়র হাকিবুর রহমানের কর্মী ও হারাগাছ পৌর আওয়ামীলীগ ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহিনুর রহমানের ওপর বিদ্রোহী প্রার্থী এরশাদুল হকের সমর্থকরা হামলা চালায়। জীবন রক্ষায় শাহিনুর রহমান দৌড়ে উপজেলা চত্বরে পলাশের চায়ের দোকানে আশ্রয় নেয়। এ সময় এরশাদুল হকের উৎশৃংখল লোকজন শাহিনুর এর উপর আক্রমণ চালিয়ে পলাশের চায়ের দোকান ভাঙচুর করে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলার অবনতি করার প্রচেষ্টায় তিনজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।