রংপুরের কাউনিয়ায় হারাগাছ পৌরসভা নির্বাচনে উপজেলা চত্বরে দোকান ভাঙচুর ও আওয়ামী লীগের নেতার উপর হামলা এবং আইন শৃঙ্খলা অবনতি করার প্রচেষ্টার ঘটনায় কাউনিয়া থানায় মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাসুমুর রহমান মাসুম।
তিনি বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিক পলাশ বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) রাতে থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে হারাগাছ পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছিল। এ সময় আওয়ামীলীগ দলীয় প্রার্থী ও বর্তমান মেয়র হাকিবুর রহমানের কর্মী ও হারাগাছ পৌর আওয়ামীলীগ ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহিনুর রহমানের ওপর বিদ্রোহী প্রার্থী এরশাদুল হকের সমর্থকরা হামলা চালায়। জীবন রক্ষায় শাহিনুর রহমান দৌড়ে উপজেলা চত্বরে পলাশের চায়ের দোকানে আশ্রয় নেয়। এ সময় এরশাদুল হকের উৎশৃংখল লোকজন শাহিনুর এর উপর আক্রমণ চালিয়ে পলাশের চায়ের দোকান ভাঙচুর করে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলার অবনতি করার প্রচেষ্টায় তিনজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আপনার মতামত লিখুন :