বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের কার্যক্রমের অংশ হিসেবে
রবিবার (২০ জুন) সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী ২য় পর্যায়ের ৫২ হাজার ৯৪৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।
শনিবার (১৯ জুন) রংপুর জেলা প্রশাসক আসিব আহসান এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
রংপুর জেলায় ২য় পর্যায়ের ৯৯১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের জন্য বরাদ্দ পাওয়া গেছে।
এরমধ্যে ২০ জুন ৭১৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তাস্তর করা হবে।
আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বাকি পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হবে।
রংপুর জেলার জন্য প্রাপ্ত বরাদ্দের মধ্যে রংপুর সদর উপজেলায় ১০০, মিঠাপুকুর ৬৫, বদরগঞ্জ ১০, পীরগঞ্জ ১০০, পীরগাছা ৪০’ কাউনিয়া ২০০, তারাগঞ্জ ১০০ এবং গংগাচড়া উপজেলার জন্য ১০০ টি গৃহ নির্মাণের জন্য বরাদ্দ পাওয়া গেছে।
যার মধ্যে ২২ টি গৃহ প্রতিবন্ধী পরিবার ও ৩৭ টি গৃহ ক্ষুদ্র নৃগাষ্ঠী পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে।
এসব ঘরে রয়েছে দুইটি শয্যাকক্ষ, বারান্দা, রান্নাঘর ও শৌচাগার।
এছাড়া এসকল পরিবারের জন্য নিশ্চিত করা হয়েছে বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা।
প্রত্যেকেকে তার জমির দলিল নিবন্ধন ও নামজারি করে দেওয়া হয়েছে।
উদ্বোধনের দিন উপকারভোগীদের মাঝে গৃহ প্রদানের সনদ, কবুলিয়াত দলিল ও নামজারি খতিয়ানও হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :