রংপুর বিভাগ বিএনপি’র প্রস্তুতি সভা


রিয়াজুল হক সাগর, রংপুর প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২১, ১১:৫৮ পূর্বাহ্ন / ২৬৭
রংপুর বিভাগ বিএনপি’র প্রস্তুতি সভা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে করোনা মোকাবেলায় আওয়ামী লীগ সরকারের আগেই পরাজয় ঘটেছে। ভ্যাকসিন নিয়ে এখন পর্যন্ত কোন রোডম্যাপ করতে পারেনি সরকার।

সোমবার (২৫ জানুয়ারি) বিকালে রংপুর বেসরকারি বিনোদন কেন্দ্র ভিন্নজগতের ড্রিমপ্যালেস হলরুমে স্বাধীনতার রজতজয়ন্তী অনুষ্ঠানের বিভাগীয় প্রস্তুতি সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই অভিযোগ করেন।

এসময় তিনি মন্তব্য করেন, পুলিশের ওপর ভর করে আ’লীগ দেশ পরিচালনা করছে। তা কখনও শুভকর নয়। চট্টগ্রাম সিটি নির্বাচনসহ সব নির্বাচন নিয়ে আস্থার সংকট আছে মানুষের। তাই, এই নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন তিনি।

এসময় বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিবসহ বিভাগের আট জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।