তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেছে রংপুর সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এসময় ফুলেল শুভেচ্ছা দিয়ে তাঁকে অভ্যর্থনা জানানো হয়।
শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে স্থানীয় সার্কিট হাউসে ভিভিআইপি লাউন্সে সংক্ষিপ্ত মত বিনিময় করেন তিনি। খোঁজ খবর নেন সংবাপত্রসহ রংপুরের নানা বিষয়ে। গনমাধ্যম ও এর সাথে সংশ্লিষ্টদের স্বার্থ সংরক্ষনের বিষয়ে তিনি সবসময় সোচ্ছার বলেও জানান। প্রশাসন, রাজনীতি থেকে শুরু করে সব বিষয়ের গুরুত্বপূর্ণ খবর পরিবেশনের আহবান জানান তিনি। এতে বিভিন্ন অসঙ্গতি দূর করা সম্ভব হয়। এক্ষেত্রে কোন দপ্তর বা ব্যক্তির অসৎস্বার্থে আঘাত লাগলে অযথা গনমাধ্যমকর্মীদের হয়রানি না করার অনুরোধ জানিয়ে সাংবাদিকদের দায়িত্বশীলতার পরিচয় দেযার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারন সম্পাদক হুমায়ন কবীর মানিক, সিনিয়র সাংবাদিক জুয়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, সদস্য রেজাউল ইসলাম জীবন, শাহ নেওয়াজ জনিসহ অন্যান্যরা।
আপনার মতামত লিখুন :