রংপুর সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের ড্রেন, রোড লাইট ও ১৪২০৬ মিটার রাস্তার কাজের উদ্বোধন হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সোনার চাঁদ স্কুল মাঠে অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে কাজের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
উদ্বোধনী অনুষ্ঠানে রসিক মেয়র বলেন, রংপুর সিটির বর্ধিত ওয়ার্ডগুলোর পুরোদমে কাজ শুরু হয়েছে। চলমান কাজগুলো শেষ হলে দৃশ্যমান হবে সিটির উন্নয়ন। ইনশাআল্লাহ রংপুর সিটি কর্পোরেশন হবে একটি পরিকল্পিত সিটি কর্পোরেশন।
রসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মামুনার রশীদ মানিক মাস্টার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনার চাঁদ সরকারী বিদ্যালয় সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি নুর আলম টুটুল, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা। ৮ নং ওয়ার্ডের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মাইদুল ইসলাম, কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :