রাজবাড়ীতে ড্রামট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


রাজবাড়ী প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৪, ৭:৩৫ অপরাহ্ন /
রাজবাড়ীতে ড্রামট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ীর  বালিয়াকান্দিতে ড্রামট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সবুজ হোসেন (১৭) নামে রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর কেন্দ্রীয় সার্বজনীন  মহাশ্মশানের পাশে ইট টানা ড্রাম ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহত রাজমিস্ত্রি সবুজ বহরপুর ইউনিয়নের বাহিরচর গ্রামের মোঃ আখতার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে বহরপুর থেকে বালিয়াকান্দির দিকে যাওয়ার পথে অপর দিক থেকে আশা ড্রাম ট্রাক (ফরিদপুর ট – ১১ – ০৪০৪) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হলে জরুরী বিভাগের চিকিৎসক মোটরসাইকেল আরোহী সবুজকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বলেন, ড্রাম ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক পলাতক রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।