আগামী ১৪ ফেব্রুয়ারী রাজবাড়ী পৌরসভার নির্বাচন। ওই নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ক্রার্যক্রম ছিলো আজ মঙ্গলবার (১৯ জানুয়ারী)।
এই বাছাই কার্যক্রমে ঋণ খেলাপীর দায়ে বিএনপি মনোনিত মেয়র পদপ্রার্থী তোফাজ্জেল হোসেন মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রাজবাড়ী পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার সারোয়ার আহম্মেদ সালেহীন জানান, আজ ছিলো নির্বাচনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রমের দিন। বাছাইয়ে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মধ্যে শুধুমাত্র তোফাজ্জেল হোসেন মিয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্যানুযায়ী তোফাজ্জেল হোসেন মিয়া রুপালী ব্যাংকে ঋণ খেলাপী। তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তবে মনোনয়নপত্র বাতিল হওয়া বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী তোফাজ্জেল হোসেন মিয়া বলেন, তিনি ঋণ খেলাপী নন। অনেক আগেই রুপালী ব্যাংকের টাকা পরিশোধ করেছেন। আগামীকাল বুধবার তিনি জেলা প্রশাসকের কাছে আপিল করবেন। প্রার্থীতা ফিরে পেতে প্রয়োজনে উচ্চ আদালত পর্যন্ত তিনি যাবেন।
আপনার মতামত লিখুন :