রাজবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মো. আলমগীর শেখ তিতুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কারের কথা জানানো হয়।
জানা যায়, আগামী ১৪ ফেব্রুয়ারি রাজবাড়ী পৌরসভা নির্বাচনে মো. আলমগীর শেখ তিতু নৌকা প্রতীকের মনোনয়ন চেয়ে পৌর আওয়ামী লীগ বরাবর আবেদন করেন। কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী রাজবাড়ী পৌরসভায় মহম্মদ আলী চৌধুরীকেই আওয়ামীলীগ মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক প্রদান করে।
ওই মনোনয়নকে চ্যালেঞ্জ করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিতু। এতে আওয়ামী লীগের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যে কারণে তিতুকে দল থেকে বহিষ্কার করা হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আলমগীর শেখ তিতুর সাথে বহিষ্কারের ব্যাপারে কথা বলতে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।
আপনার মতামত লিখুন :