রাজবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক মেয়র ও বিএনপি নেতা মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া। তিনি রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, রাজবাড়ী পৌরসভার দুই বারের চেয়ারম্যান এবং জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণকারী মরহুম মোঃ আক্কাছ আলী মিয়ার সুযোগ্য পুত্র মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া বর্তমানে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক।
এর আগের কমিটিতে তিনি জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। গত পৌরসভা নির্বাচনেও তিনি প্রথমে মেয়র প্রার্থী হিসেবে বিএনপির দলীয় মনোনয়ন পান।
কিন্তু পরবর্তীতে দলীয়ভঅবে প্রার্থী পরিবর্তন করায় তিনি দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য দেখিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকেন।
এ ব্যাপারে মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া বলেন, আমি দৃঢ়ভাবে আশাবাদী বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীরা ভেদাভেদ ভুলে আমাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। বিএনপির পাশাপাশি রাজবাড়ীর সব শ্রেণী-পেশার মানুষেরই দোয়া ও সমর্থন পাবো বলে আমি বিশ্বাস করি। সুষ্টু নির্বাচন হলে জয়ের প্রতি তিনি শতভাগ আশাবাদী।
আপনার মতামত লিখুন :