রাজশাহীতে প্রেমের জেরে তরুণীর আত্মহত্যা


কে এম ইসরাফিল ইসলাম, রাজশাহী প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২১, ৮:০৬ পূর্বাহ্ন / ২৪৫
রাজশাহীতে প্রেমের জেরে তরুণীর আত্মহত্যা

রাজশাহীতে প্রেমের জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এক তরুণী (১৭)। শনিবার (৯ জানুয়ারী) বিকালে রাজশাহী নগরীর লিচুবাগান এলাকায় তরুণীর নিজ বাস ভবনে এ ঘটনা ঘটে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। আত্মহত্যাকারী তরুণীর নাম টূনটূনি(১৭)। সে রাজশাহী পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ এর একাদশ শ্রেণীর ছাত্রী।

এলাকাবাসীরা জানান, তাদের এলাকার এক ছেলের সাথে টুনটুনির (১৭) দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। টুনটুনির পরিবার তা জানতে পেরে নানা কুরুচিপূর্ণ গালাগালি সহ মারধর করে। ছেলের বাড়ি হতে বিয়ের প্রস্তাব দিলেও টুনটুনির পরিবার তা প্রত্যাখ্যান করে। আর এ ঘটনাকে কেন্দ্র করে টুনটুনি নিজ ঘরে দরজা বন্ধ করে , সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্বহত্যা করে।

টুনটুনিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান, হাসপাতালে আনার আগেই ঐ তরুনী মারা যায়।