কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ভোটকেন্দ্র সমূহের জন্য নিয়োজিত প্রিজাইডিং অফিসারগণের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ মে) দুপুরে রাজারহাট উপজেলা পরিষদের হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বরমান হোসেন, জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর, উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম, চিলমারী উপজেলা নির্বাচন অফিসার সুপ্ত করিমসহ রাজারহাট উপজেলার প্রিজাইডিং অফিসারগণ।
এ সময় জেলার রিটার্নিং অফিসার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপ নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা জানান। এছাড়াও সম্পূর্ণ সততা, নিরপেক্ষতা, নিষ্ঠা ও আইনানুগভাবে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।
আপনার মতামত লিখুন :