রাজারহাটে ওয়ার্ল্ড ভিশনের ফলোআপ মিটিং অনুষ্ঠিত


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন /
রাজারহাটে ওয়ার্ল্ড ভিশনের ফলোআপ মিটিং অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় ওয়ার্ল্ড ভিশন এর তত্ত্বাবধানে স্ট্রেংদেনিং সোস্যাল বিহেভিয়ার চেন্জ প্রোজেক্ট আয়োজিত কমিউনিটি ফিডব্যাক এবং ম্যানেজম্যান্ট কমিটির সদস্যদের সাথে ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ মিটিং অনুষ্ঠিত হয়।

উমরমজিদ ইউপি চেয়ারম্যান মোঃ আহসানুল কবির আদিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরকেরহাট কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সচিব জনাব মোঃ মকবুল হোসেন।

উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের সিএফ মোঃ আপেল মাহমুদ, মোঃ মিনহাজুল, মোঃ সাইদুল হক প্রমুখ।