রাজারহাটে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন


সংবাদদাতা, রাজারহাট( কুড়িগ্রাম) প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২১, ১১:০৯ পূর্বাহ্ন / ৫১১
রাজারহাটে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

কুড়িগ্রাম জেলার রাজারহাটে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারী) স্বাস্থ্য বিভাগের আয়োজনে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল (সাবু), মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইয়াছমিন বেগম, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ নূরে তাসনিম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাজু সরকার, জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল প্রথম টিকা নিয়ে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার, ইউএনও নূরে তাসনিম, সমবায় কর্মকর্তা শাহ আলম, ডেন্টাল সার্জন ডা: মাহবুবুল হাসান, এসআই শরীফ উদ্দিন শেখ ও এএসআই মতিয়ার রহমান সহ ৩০ জনকে কোভিড-১৯ টিকা দেয়া হয়।