রাজারহাটে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পেলেন ৭০ পরিবার


সংবাদদাতা, রাজারহাট (কুড়িগ্রাম) প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২১, ২:৫৮ অপরাহ্ন / ১৭১
রাজারহাটে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পেলেন ৭০ পরিবার

কুড়িগ্রামের রাজারহাটে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্প-২ এর অর্থায়নে আধাপাকা বাড়ি পেলেন ৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।

শনিবার (২৩ জানুয়ারী) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আধাপাকা বাড়ি হস্তান্তরের উদ্বোধনের পর রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নূরে তাসনিম বাড়ী হস্তান্তরের অনুষ্ঠানে সুবিধাভোগীদের মাঝে ঘরের চাবি, হস্তারিত কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান ও ডিসিআর তুলে দিয়েছেন।

রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পী, ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম সাবু মন্ডল ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইয়াছমিন বেগম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, রাজারহাটে ১ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দে ৭০টি আধাপাকা ঘর নির্মান করা হয়। প্রতিটি ঘর নির্মান বাবদ ব্যয় হয় ১ লাখ ৭১ হাজার টাকা। ক শ্রেণীর ভূমিহীন পরিবার ২ শতক জমির সাথে টিনসেড আধাপাকা বাড়ি পেলেন।