রাজারহাটে ম্যানেজমেন্ট নেট’র কম্বল বিতরণ


সংবাদদাতা, রাজারহাট (কুড়িগ্রাম) প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২১, ৭:২২ পূর্বাহ্ন / ১৩৪
রাজারহাটে ম্যানেজমেন্ট নেট’র কম্বল বিতরণ

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের রতিরাম কমলওঝাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজমেন্ট নেট, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের উদ্যোগে দরিদ্র ও শীতার্ত বয়স্ক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) ম্যানেজমেন্ট নেট, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দল চাকিরপশার ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুই শতাধিক দরিদ্র ও শীতার্ত বয়স্ক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক রংপুর শাখার ম্যানেজার মোঃ আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম, কারমাইকেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আক্তারুজ্জামান, পীরগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোকারিমুল হক, বিশিষ্ট সমাজসেবক মোঃ তৌহিদুর রহমান ব্যাপারী, ছাত্রনেতা আবু নূর মোহাম্মদ রাশেদ, স্বেচ্ছাসেবক আব্দুল হাকিম, বিকাশ ইসলাম, রতন কুমার রায়, ফিরোজ খান সহ অনেকে।