কুড়িগ্রামের রাজারহাটে জেঁকে বসেছে শীত। মৃদু শৈত্যপ্রবাহ বইছে কয়েকদিন থেকে। একারণে দুস্থ ও অসহায় মানুষের দুর্দশা বেড়ে গেছে অনেকগুণ। এ দু:সময়ে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল রাজারহাট ব্যবসায়ী উন্নয়ন সমবায় সমিতি লিঃ।
রবিবার (১৭ জানুয়ারি ) সকালে কুড়িগ্রাম জেলার রাজারহাটে “রাজারহাট ব্যবসায়ী উন্নয়ন সমবায় সমিতি লিঃ ” এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, বিশেষ অতিথি উপজেলা সমবায় অফিসার মোঃ শাহ আলম, রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, সিনিয়র সাংবাদিক ও প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান আশু, প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি এস এ বাবলু প্রমুখ।
আপনার মতামত লিখুন :