রোজার শেষ দশ দিনে যেসব আমল করবেন


ইসলাম ডেস্ক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৪, ৫:২৭ অপরাহ্ন /
রোজার শেষ দশ দিনে যেসব আমল করবেন

পবিত্র রমজানের প্রত্যেকটি দিনই গুরুত্বপূর্ণ। কারণ রোজায় যেকোনো ইবাদতে প্রতিদান পাওয়া যায় ৭০ গুণ। এজন্য একজন মুসলমানের উচিত রমজান মাসে ইবাদতের পরিমান বাড়িয়ে দেওয়া।

হাদিসে এসেছে, যারা মর্যাদার মাস রমজান পেল কিন্তু নিজেদের গুনাহ মাফ করাতে পারলো না, তাদের চেয়ে দুর্ভাগা আর কেউ নেই।

রমজান মূলত তিন ভাগে ভাগ করা হয়। রহমত, মাগফিরাত ও নাজাত। প্রথম ১০ দিন ছিল রহমতের। যা শেষ হয়েছে আগেই। মাগফিরাতের দশকও শেষ প্রান্তে। সামনে নাজাতের শেষ ১০ দিন।

নাজাত পেতে এই দশ দিনে আমল বাড়িয়ে দেওয়া উচিত। কারণ শেষ দশ দিনেই রয়েছে ইতিকাফ ও লাইলাতুল কদর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে জীবনের সবচেয়ে বেশি ইবাদতে মগ্ন হতেন। ইতিকাফ এই দশকের শ্রেষ্ঠ ইবাদত। রোজা ফরজ হওয়ার পর থেকে নবীজি (সা.) কখনো ইতিকাফ ত্যাগ করেননি।