কুড়িগ্রাম জেলার রৌমারীতে বালু বোঝাই অবৈধ ট্রাক্টরের চাপায় হাছেন আলী (৮৪) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত হাছেন আলী উপজেলার ২ নং শৌলমারী ইউনিয়নের বোয়ালমারী গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি-বোয়ালমারী সড়কে নিহতের নিজ বাড়ির সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
শৌলমারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল বেলায় বাড়ির পাশে সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন হাছেন আলী। এ সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা বালু বোঝাই ট্রাক্টর হাছেন আলীকে জোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে রৌমারী থানার (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :