রৌমারীতে ভাঙা সড়কে ঘটছেই দুর্ঘটনা


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৪, ৯:২৫ পূর্বাহ্ন /
রৌমারীতে ভাঙা সড়কে ঘটছেই দুর্ঘটনা

এক মাস আগে পাহাড়ি ঢলের পানিতে ভেঙে যায় সড়ক। পরে পানি নেমে গেলেও সড়কটি মেরামত করা হয়নি। এ কারণে দুর্ভোগে পড়েছে ১০ গ্রামের মানুষ। খুব কষ্টে চলাচল করছেন পথচারীসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। দ্রুত ভাঙা সড়কটি মেরামত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিন দেখা গেছে, কুড়িগ্রামের রৌমারী সদর ইউনিয়নের ইজলামারী এলাকায় পাহাড়ি ঢলের পানিতে সড়কের তিন জায়গায় ভেঙে গেছে। এ সড়ক দিয়ে প্রতিনিয়তই যাতায়ত করছে ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট-বড় সব ধরনের যানবাহন। ভাঙা এ সড়কে চলাচল করতে গিয়ে যেমন নাকাল হচ্ছেন রিকশা ও অটোরিকশার যাত্রীরা, তেমনি প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দা শিক্ষক বেলাল হোসেন, রফিকুল ইসলাম, মোজাফ্‌ফর হোসেন, এমদাদুল হক, শফিকুল ইসলাম জানান, উপজেলা শহরে যাতায়াতের একমাত্র সড়কটি পাহাড়ি ঢলে ভেঙে যায়। পানি নেমে গেলেও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে খুব কষ্টে যাতায়াত করতে হচ্ছে।

অটোরিকশা চালক লাল মিয়া বলেন, এক মাস আগে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া সড়কটি এখনও মেরামত না করায় ভাঙা সড়কে প্রায়ই বিকল হয়ে যায় যানবাহন। গাড়ি বিকল হলে সারাদিনের আয়-রোজগার গাড়ি মেরামতে শেষ হয়ে যায়।

রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, সড়কটি মেরামতের জন্য উপজেলা পরিষদ থেকে জিও ব্যাগ চাইলে বরাদ্দ না থাকায় দেওয়া হয়নি।

রৌমারী উপজেলা প্রকৌশলী মনছুরুল হক বলেন, দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।