লংগদুতে প্রতীক পেয়েই প্রচারণা যুদ্ধে প্রার্থীরা


বিপ্লব ইসলাম, লংগদু (রাংগামাটি) প্রকাশের সময় : মে ১৪, ২০২৪, ৪:৪৯ অপরাহ্ন /
লংগদুতে প্রতীক পেয়েই প্রচারণা যুদ্ধে প্রার্থীরা

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা পরিষদ নির্বাচনের ৯ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৩ মে) সকালে জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। এ সময় উপজেলার সহকারী রিটার্নিং অফিসার উপস্থিত ছিলেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে- সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল বারেক সরকার (ঘোড়া), লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু (আনারস), এডভোকেট আফসার উদ্দিন (মোটরসাইকেল) ও সদ্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু (দোয়াত কলম)।

ভাইস চেয়ারম্যান পদে- মোঃ রাকিব হাসান (বই), তোফায়েল আহমেদ বাবুল (টিউবওয়েল) ও কল্যান মিত্র চাকমা (চশমা)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে- সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম (ফুটবল) ও ফাতেমা জিন্নাহ (কলস)। প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। মাইকিং, গণসংযোগ সহ নানা প্রচারণা করতে দেখা গেছে প্রার্থীদের।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো.বুলবুল আহমেদ বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, লংগদু উপজেলা পরিষদ নির্বাচনে ২১ টি কেন্দ্রে ৬১ হাজার ২’শ ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৩১ হাজার ৮’শ ৭৭ জন ও নারী ভোটার ২৯ হাজার ৩’শ ৮৬ জন।

আগামী ২৯ মে তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।