লক্ষ্মীপুরে যুবলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর


লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৪, ৯:১৯ অপরাহ্ন /
লক্ষ্মীপুরে যুবলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর

লক্ষ্মীপুরের কমলনগরে যুবলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রবিবার (১১ আগস্ট) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার চরলরেন্স বাজার সংলগ্ন হাজী বেলাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্য আনোয়ার হোসেন জানান, রাতে হাজি বেলাল হোসেনের বাড়ির দরজার সামনের সড়কটিতে স্থানীয় যুবলীগ নেতা আলী হোসেন ও তার সাঙ্গপাঙ্গ সাকিল, রাকিব, সজিব, বিহান, রিপাত, সাকিল আহমেদ, মহিন ও শুভসহ তারা নিষিদ্ধ নেশা করেন। এ সময় প্রতিবাদ করলে ক্ষীপ্ত হয়ে রাতে প্রায় ৩০ থেকে ৪০ জন উপস্থিত হয়ে হাজি বেলালের বাড়িতে সৌদি প্রবাসী আবদুল মালেক, খোরশেদ আলম ও মনির হোসেনের ঘরে লুট করার পরিকল্পনায় হামলা চালায়।

তিনি জানান, হামলাকারীদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্র-লাঠি শোটা দিয়ে টিনের দরজা ভেঙে বাড়িতে ঢুকে ঘরে হামলা করে। পরে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

অভিযোগের বিষয়ে জানতে যুবলীগ নেতা আলী হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

কমলনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, আমরা থানায় যোগদান করে কাজ শুরু করেছি। ঘটনাটি আমার নলেজে নেই।