লালমনিরহাটে ঝুঁকিপুর্ণ পরিবেশে গ্যাস সিলিন্ডার বিক্রি


মোঃ হাসান আলী, লালমনিরহাট প্রকাশের সময় : জুন ২৪, ২০২১, ২:৪৫ অপরাহ্ন / ১৫৪
লালমনিরহাটে ঝুঁকিপুর্ণ পরিবেশে গ্যাস সিলিন্ডার বিক্রি

লালমনিরহাট জেলার ৫টি উপজেলা, লালমনিরহাট সদর,আদিতমারী, কালিগঞ্জ, হাতিবান্ধা ও পাটগ্রামে প্রায় সময় দেখা যায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতি এমনকি মৃত্যুও হয়।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বড়বাড়ীহাট, কুলাঘাট, মহেন্দ্র নগর, মোস্তাফিরহাট, বুঁড়িরবাজার, নয়ারহাট, ফকিরের তকেয়া, সাপটানা, বিডিআরহাট ও মেশিনমোড় দোকানগুলোতে বিক্রি করা হয় পেট্রোলিয়াম জাতীয় দাহ্য পদার্থ গ্যাস সিলিন্ডার।

গ্যাস সিলিন্ডার বিক্রি এবং ক্রেতার আগ্রহ বাড়ানোর জন্য বিভিন্ন শোরুম ও দোকানের সামনে রাস্তার পাশে সাজিয়ে রাখা হয়।

খোলা আকাশের নিচে রৌদ্রের মধ্যে অত্যাধিক তাপমাত্রায় গ্যাস সিলিন্ডার অনেকক্ষন ধরে রাখার ফলে এর গুণগতমান নষ্ট

হয় এবং বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে।

এরকম গ্যাস সিলিন্ডার ব্যবহারে ঝুকির প্রবণতা অনেকাংশে বেশী বলে মনে করছেন গুণীজনেরা।

এছাড়াও বিভিন্ন যানবাহন, স্বর্ণের দোকান ও ওর্য়াকশপে অসাবধানতার সাথে ব্যবহার করা হয় গ্যাস সিলিন্ডার।

ফলে নিজের পাশাপাশি অন্যেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকগুণ বেশী।

উল্লেখ্য,প্রশাসনিকভাবে কঠোর নজরদারী ও ব্যবস্থা গ্রহন না করলে এরকম কার্যক্রম লাগামহীনভাবে বৃদ্ধি পাবে।