লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রিফাত ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত রিফাত উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।
নিহতের পরিবার, রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়ন ও পাটগ্রাম পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্ত পথে ভারত থেকে গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে।
এ সময় ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়।
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা রিফাতের মরদেহ টেনে হেঁচড়ে ভারতে নিয়ে যায়।
পাটগ্রাম পুলিশ জানায়, নিহত রিফাতের লাশ ভারতীয় ভূখণ্ডে পড়ে রয়েছে। আমরা যোগাযোগ করেছি।
ভারতীয় পুলিশ মরদেহটি নিয়ে যাবে বলে তথ্য রয়েছে।
রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
এই ঘটনায় বিজিবি প্রতিবাদপত্র দিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানালেও বিএসএফ এখনো কোনো সাড়া দেয়নি।
আপনার মতামত লিখুন :