লালমনিরহাট সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদরাসার গুণগত শিক্ষা ও শিক্ষক বাতায়ন, অনলাইন ক্লাস নিশ্চিতকরণে প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ লালমনিরহাট জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয় সভাপতি এডভোকেট আশরাফ হোসেন বাদল, বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান মন্ডল বাদল।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিপিকা দত্ত।
এ ছাড়া লালমনিরহাট সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল ও মাদরাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুণগতমান ও শিক্ষক বাতায়ন অনলাইন ক্লাস নিশ্চিতকরণে করণীয় বিষয়ে আলোচনা করেন।
আপনার মতামত লিখুন :