লালমনিরহাটে লকডাউন মানছেই না মানুষ


মোঃ হাসান আলী, লালমনিরহাট প্রকাশের সময় : জুন ২৮, ২০২১, ৮:৩৫ পূর্বাহ্ন / ২৫৯
লালমনিরহাটে লকডাউন মানছেই না মানুষ

কোভিড-১৯’র বৈশ্বিক মহামারীতে সারা বিশ্ব আজ বিপর্যস্ত। তেমনি বাংলাদেশেও এর ব্যতিক্রম ঘটেনি।

বাংলাদেশের বিভিন্ন জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশী থাকলেও সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে

সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা অনেকগুণ বেশী।

রবিবার (২৭জুন) লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাঁশের তৈরী গেইটের নিচ দিয়ে এবং খুটি

তুলে সাধারণ মানুষ রাস্তা পারাপার হচ্ছে।

স্থানীয়রা নিষেধ করলেও কোনভাবেই কানে নিচ্ছেনা পথচারীরা।

লালমনিরহাট জেলা শহরে মাস্ক ছাড়াই চলাচল করতে দেখা গেছে অনেক পথচারীকে।

দোকানপাটও রয়েছে অধিকাংশ খোলা।

লালমনিরহাট জেলাপ্রশাসকের নির্দেশে ২৭জুন থেকে ২ জুলাই পর্যন্ত লকডাউন থাকলেও ২য় দিনেই এসে এই অবস্থা।

লালমনিরহাট জেলার পার্শ্ববর্তী ভারত সীমান্ত সুরক্ষিত না হওয়ায় এবং ভারত থেকে অনুপ্রবেশের ফলে লালমনিরহাট

জেলায় করোনার প্রকোপ দিন-দিন বেড়েই চলছে।