লালমনিরহাট পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জেলা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। প্রতীক বরাদ্দের পর থেকে বিভিন্ন ওয়ার্ডের পাড়া-মহল্লা গুলোতে লিফলেট হাতে ভিড় জমাচ্ছে সর্মথকরা। সকল শ্রেণীর মানুষের কাছ থেকে ভোট কামনা করছেন।
বৃহস্পতিবার (১১ফেব্রুয়ারি) লালমনিরহাট পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী মোশারফ হোসেন রানার পক্ষে ধানের শীষ মার্কার লিফলেট নিয়ে একটি মিছিল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রভাষক আবু ইয়াহিয়া ইউনুস আহমেদ, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাইদুল ইসলাম সহ জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীরা।
কার্যক্রম শেষে নেতাকর্মীরা সাংবাদিকদের বলেন, ভোটারগণ ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার জন্য অধীর অপেক্ষায় রয়েছে। প্রশাসন যদি নিরপেক্ষ থাকে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আমাদের জয় হবে, ইনশাআল্লাহ।
আপনার মতামত লিখুন :