ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ সফলভাবে সমাপ্তিকরণ ও জাটকা সংরক্ষণে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০২ নভেম্বর) বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে উপজেলা প্রশাসন এবং মৎস্য অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযানের সফলতা তুলে ধরে উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত উপজেলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ১১৯টি অভিযান ও ৩৪ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৭০ জন জেলেকে আইন অমান্য করে ইলিশ মাছ শিকার করায় আটক করা হয়েছে। এদের মধ্যে ৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং ৯২ জনকে বিভিন্ন অঙ্কে মোট ৪ লাখ ৩৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অভিযানে মোট ৩.০৮৫ মেট্রিক টন জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এই অভিযানে ৪৩টি মাছ ধরা ট্রলার জব্দ করে নিলামে বিক্রি করা হয়। যার বাজার মূল্য ছিল ৩ লাখ ৬৪ হাজার দুইশত টাকা। এছাড়া ২২ দিনের এই অভিযানে প্রায় ৯০০ কেজি ইলিশ জব্দ করে ৫০টি মাদরাসা-এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, লালমোহন থানার এসআই মো. বেলাল হোসেন এবং ক্ষেত্র সহকারী (ইলিশ প্রকল্প) মো. সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ।
আপনার মতামত লিখুন :