চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. জুবাইর (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মো. মাসুক (২২) নামের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে আমিরাবাদের তজু মুন্সির গ্যারেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জুবাইর সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাঙ্গিয়া হাতিয়ার কুল এলাকার আবদুল কাইয়ুমের ছেলে।
দোহাজারী হাইওয়ে থানার এসআই আবদুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :