লোহাগাড়ায় জাতীয় পার্টি নেতা নিখোঁজ


সংবাদদাতা, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২১, ৩:২২ অপরাহ্ন / ১৬৯
লোহাগাড়ায় জাতীয় পার্টি নেতা নিখোঁজ

চট্টগ্রামের লোহাগাড়ায় আনোয়ার হোসেনের (৪২) নামের জাতীয় পার্টির এক নেতা নিখোঁজ রয়েছেন। ৩০ ডিসেম্বর থেকে তার কোন খোজঁ পাচ্ছেননা বলে জানান তার পরিবার। নিখোঁজ আনোয়ার হোসেনের ছোট ভাই মো. সেলিম বাদী হয়ে ৩১ ডিসেম্বর লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবারের আশংকা, আনোয়ার হোসেনকে অপহরণ করা হয়েছে।

জানা যায়, পেশায় গরু ব্যবসায়ী আনোয়ার হোসেন লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি। তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের মৃত আহমদ সওদাগরের ছেলে।

৩০ ডিসেম্বর আনোয়ার দরবেশহাট সওদাগর পাড়ায় তার খামারবাড়িতে ছিলেন। সেখান থেকে টমটমযোগে বটতলী মোটর স্টেশনে ফোরকান টাওয়ারে তার বাসার উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। আত্মীয়স্বজনের বাসায়ও যাননি।তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ।

লোহাগাড়া থানা পুলিশ বলছে, আনোয়ারকে উদ্ধারে তারা তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে সোমবার বিকাল ৫টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

আনোয়ারের ছোট ভাই মো. সেলিম বলেন, তার ভাইয়ের তেমন কোনো শত্রু নেই। যেহেতু তার কাছে ব্যবসা-বাণিজ্যের টাকা-পয়সা থাকে তাই আশংকা তাকে হয়তো অপহরণ করা হয়েছে।বিষয়গুলো পুলিশকে জানানো হয়েছে।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ব্যবসায়ী আনোয়ার হোসেন নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। বিভিন্ন সূত্র ধরে তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছি। আশা করছি, শিগগিরই তাকে উদ্ধার করা সম্ভব হবে।