বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখারী ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। ৭ নম্বর ওয়ার্ডের ওই ইউপি সদস্যের নাম রিয়াদুল।
পঞ্চায়েতের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) দুপুরে শরণখোলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. রাজ্জাক হাওলাদার, হানিফ মুন্সি, আবু সালেহ খলিফা, জাকির মাঝি, আকলিমা বেগম ও নুরুন্নাহার বেগম প্রমুখ।
বক্তারা বলেন, ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েত এলাকায় কোনো কাজ না করে সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ করেছেন। অতিদরিদ্র কর্মসূচি ভিজিডিসহ প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্পের ঘর নিজ আত্মীয়-স্বজনের নামে নেয়ার অভিযোগ রয়েছে।
মানববন্ধনে এলাকাবাসী ইউপি সদস্য রিয়াদুলের দুর্নীতি ও অপকর্মের বিচার দাবি করেন।
আপনার মতামত লিখুন :